মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

দেশে করোনা আক্রান্ত সবার অসুস্থতার লেভেল ‘মৃদু’

দেশে করোনা আক্রান্ত সবার অসুস্থতার লেভেল ‘মৃদু’

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মোট ২৮ রোগীর সকলের অসুস্থতার লেভেল ‘মৃদু’ বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক জানান, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৪ জন। তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে উঠেছেন এবং পাঁচজন মারা গেছেন। এখন করোনায় আক্রান্ত মোট রোগী রয়েছেন ২৮ জন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘২৪ ঘণ্টায় আমরা আরও পাঁচজনের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ পেয়েছি। সর্বমোট রোগীর সংখ্যা এখন ৪৪। এই ৪৪ জনের মধ্যে মোট সাতজনের সংক্রমণের উপস্থিতি আর ছিল না-এটা আগেই জানিয়েছি। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ আর নেই। তার মানে ৪৪ জনের মধ্যে ১১ জন এরই মধ্যে সুস্থ হয়ে গেছেন। এর আগে পাঁচজনের কথা আমরা জানিয়েছিলাম, যারা আমাদের ছেড়ে চলে গেছেন। বাকিরা সবাই হাসপাতালে অথবা বাড়িতে আছেন। কারণ তাদের সবারই অসুস্থতার লেভেলটা মৃদু।’

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আইইডিসিআরের হটলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় কলের সংখ্যা ৩ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১২৬ জনের। সর্বমোট পরীক্ষার সংখ্যা ৯২০। এই ১২৬ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা আরও পাঁচজনের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ পেয়েছি। সর্বমোট রোগীর সংখ্যা এখন ৪৪।’

নতুন রোগীদের বর্ণনা দিতে গিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে পাঁচজন নতুন রোগী পেয়েছি, তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিনজনের আগেই শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি কার কাছ থেকে এই সংক্রমণ হয়েছে, সেই তথ্যটি এখনো আমাদের হাতে আসেনি, আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।’

ফ্লোরা বলেন, ‘নতুন পাঁচজন রোগীর সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, একজন আছেন ষাটোর্ধ্ব। এদের মধ্যে ‍মৃদু উপসর্গ রয়েছে। তাছাড়া আগে যারা চিহ্নিত হয়েছিলেন, তারা সবাই স্থিতিশীল রয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877