হাকিকুল ইসলাম খোকন:একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী ড. নুরান নবীকে প্রধান করে ময়মনসংহ বিভাগীয় তারুন্য ইউএসএ এর ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ গঠন প্রবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংকৃতিক সংঘঠন ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ-এর ২৫ সদ্যসের একটি উপদেষ্ঠা পরিষদ গঠন নিয়ে গত রবিবার নিউইয়কের জ্যামাইকার মিরচ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেকুজ্জামান সুমন এবং পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির।আলোচনা সভায় সংঘঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্হিতিতে ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়।আন্তজার্তিক খ্যাতিসম্পন্য বিশিষ্ট বিজ্ঞানী, লেখক, গবেষক,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক , নিউজার্সি প্লেনবু্রোর সিটি কাউন্সিলম্যান,একুশে পদকপ্রাপ্ত, বৃহওর ময়মনসিংহের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা ড. নুরান নবীকে প্রধান উপদেষ্ঠা নির্বাচিত করা হয়।উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ,বীরমুক্তিযোদ্ধা শরাফ সরকার,সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক ও লেখক রতন তালুকদার ,স্বনামধন্য ফার্মাসিস্ট, প্রবীন কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল আওয়াল সিদ্দিকী,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুস সামাদ আজাদ,বৃহওর ময়মনসিংহবাসী ইউএসএ এর সভাপতি মাহাবুবুল আলম খসরু,বাপসনিউজ এডিটর ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আলম,বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, শেরপুরের কৃতিসন্তান মামুন রাশেদ, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব , শেরপুরের কৃতি সন্তান ইন্জি. খন্দকার এম এ রউফ উজ্জল,বৃহওর ময়মনসিংহবাসী ইউএসএ এর সাধারন সম্পাদক মৌ. এম এ বারী,সমাজসেবক ও কমিউনিটি এক্টিভিষ্ট খাইরুল ইসলাম,বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহবুব মোর্শেদ বাবু,কমিউনিটির পরিচিত মুখ, দক্ষ সংগঠক মশিউর রহমান,বিশিষ্ট সমাজসেবক ও দক্ষ সংগঠক রুহুল আমিন জুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি এক্টিভিষ্ট শফিকুল ইসলাম শফিক, জেমিনি ইউএসএ এর সম্পাদক সাংবাদিক বেলাল আহমেদ,এটিএন বাংলা ইউএসএ এর বার্তা সম্পাদক কানু দও,সময় টিভির বিশেষ সংবাদদাতা ,লেখক ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী,বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম,বিশিষ্ট নারীনেএী জান্নাত রহমান তারামনি,স্বনামধন্য শিক্ষক আসমা আক্তার,দক্ষ সংগঠক মুহাম্মদ উছমান গনি, বিশিষ্ট সমাজসেবক খুরশেদ আলম বিপ্লব ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল মান্নাফ তালুকদারকে নির্বাচিত করা হয়।ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ এর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির খান নবগঠিত উপদেষ্ঠা পরিষদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং প্রবাসে এই সংগঠনটিকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।