স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরকে করোনার ওষুধ ডোনেট করেছে ডেল্টা ফার্মা। আজ সোমবার সকালে ডেল্টার এমডি ড. মো. জাকির হোসেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের হাতে ওষুধগুলো তুলে দেন।
এ ওষুধ দিয়ে ১৮ হাজার করোনা আক্রান্তকে সুস্থ করা যাবে। এর মধ্যে আছে হাইড্রক্সি ক্লোরোকুইন এবং এজথ্রোমাইসিন। ডেল্টা তিন লাখ হাইড্রোক্সি ক্লোরোকুইন এবং এক লাখ ২০ হাজার এজিথ্রোমাইসিন দিয়েছেন। এ ওষুধগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান।