স্বদেশ ডেস্ক:
রাজধানীর মিরপুরের টোলারবাগে আজ রোববার সন্ধ্যায় একজন মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে আজ সকালে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে।
গতকাল শনিবার রাতে করোনাভাইরাসে টোলারবাগের যে ব্যক্তি মারা গেছেন, আজকে মারা যাওয়া ব্যক্তি থাকতেন তাদের পাশের ভবনে। তাদের দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল বলেও জানা গেছে।
এদিকে, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে আরো ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা। এছাড়া আগে আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার নতুন করে আরও দুজন সুস্থ হয়েছেন। ফলে মোট পাঁচজন সুস্থ হয়েছেন।