শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ২৬টি প্রতিষ্ঠানকে দণ্ড

পটুয়াখালীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ২৬টি প্রতিষ্ঠানকে দণ্ড

স্বদেশ ডেস্ক:

পটুয়াখালীতে করোনাভাইরাস আতঙ্ক ও পরিবহন বন্ধ হওয়ার সম্ভাবনাকে পুঁজি করে বেশি দামে এবং ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে শুক্রবার ২৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ৫টি ভ্রাম্যমান আদালত দিনভর জেলার নিউমার্কেট, পুরানবাজার ও কলাতলা,বাউফল, দশমিনা ও দুমকি উপজেলায় অভিযান পরিচালনা করে।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, জেলা স্যানিটারি ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ ও জেলা মার্কেটিং অফিসার নুরুন্নাহার বেগমের সমন্বয়ে নিঊমার্কেটে ৭ টি ও কলাতলা বাজারে ৩টি দোকানে বেশি দামে ও ভেজাল দ্রব্য বিক্রির দায়ে গাজী বাবুলের মুদি দোকানে ২ হাজার টাকা, শওকতের মুদি দোকানে ২ হাজার টাকা, দেলোয়ারের মুদি দোকানে ৫ হাজার টাকা, কবিরের পাইকারী দোকানে ৩০ হাজার টাকা, মকবুল ফকিরের মাছের দোকানে ৫ হাজার টাকা, রুহুল আমিনের আলুর দোকানে ২ হাজার টাকা, মহিববুল্লাহর মুদি দোকানে ৩ হাজার টাকা, আবুল বশারের দোকানে ১০ হাজার টাকা, পান্নার দোকানে ২০ হাজার টাকা ও মনিরুজ্জামানের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া সদর ইউএনও লতিফা জান্নাতীর নেতৃত্বে পুরান বাজার ১টি দোকানে বেশি টাকায় দ্রব্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান, একই দিন সকালে বাউফল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬টি দোকানীকে ২ লক্ষ ২৫ হাজার টাকা, দশমিনা উপেজলার নির্বাহী অফিসার তানিয়া খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪টি দোকানীকে ২৭ হাজার টাকা এবং দুমকি উপজেলার নির্বাহী অফিসার শংকর বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানীকে বেশি মূল্যে দ্রব্য বিক্রির দায়ে ৫টি দোকানে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877