শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

কাবা শরীফ ও মসজিদে নববী ছাড়া সৌদির সকল মসজিদে জামায়াতে নামাজ স্থগিত

কাবা শরীফ ও মসজিদে নববী ছাড়া সৌদির সকল মসজিদে জামায়াতে নামাজ স্থগিত

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদীনার পবিত্র মসজিদে নববী ছাড়া দেশের সকল মসজিদে জুমার নামাজসহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ কথা জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বাড়ির বাইরে মুসল্লিরা কেবল মক্কার পবিত্র কাবা শরীফ ও মদীনার পবিত্র মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবেন। করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অবশ্য সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলারস জানিয়েছে, মসজিদে জামায়াতে নামাজ আদায় স্থগিত থাকলেও মুয়াজ্জিনগণ মসজিদে সময়মতো আজাদ দিবেন। মসজিদে নামাজ স্থগিতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে দেশটির মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে এই কাউন্সিল বলছে, যেকোনো ধরণের গণ জমায়েতের মাধ্যমে কোভিড-১৯ রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সূত্র : গালফ নিউজ ও সিয়াসাত ডেইলি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877