স্বদেশ ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা ও তামান্না নারী পাইলট এখন রোল মডেলে পরিণত হয়েছেন। এ দুই বাঙালি পাইলটকে নিয়ে বিশেষ ভিডিও তৈরি করেছে জাতিসংঘ। ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা ও তামান্না দুজনই কঙ্গোতে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করছেন। জাতিসংঘের মতে, এ অঞ্চলে নারী ও কিশোরীদের নানা প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের জন্য তারা (তামান্না ও নায়মা) হবেন রোল মডেল।
ভিডিওতে পাইলট তামান্না বলেন, নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দিতে চাই না। আমার পরিচয় আমি একজন শান্তিরক্ষী কর্মী। আমি হেলিকপ্টারের একজন পাইলট। তাই নারী বা পুরুষ কে ফ্লাইট পরিচালনা করছে যন্ত্রাংশের জন্য এটার প্রয়োজন নেই। প্রতিদিনের বিভিন্ন কাজের বর্ণনা দিয়ে নাইমা বলেন, আমরা স্থানীয় নারীদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারি। তাই তারা যখনই আমাদের দেখে, উৎসাহ পায়। তরুণীদের উৎসাহের জায়গা হলো তাদের শিক্ষিত হতে হবে। অধিকারের জন্য তাদের সোচ্চার হতে হবে। কোনও কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।