রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন রানী এলিজাবেথ

করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন রানী এলিজাবেথ

স্বদেশ ডেস্ক:

বিশ্বকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। গোটা বিশ্বই এখন কার্যত অচল। বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বিমান চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। ইতালিত এবং স্পেনে ওষুধ ও খাবারের দোকান বাদে সব বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই যেন থামছে না মৃত্যুর মিছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫৬ হাজার ৭৩০ জন। বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে এক নিদারুণ পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এর মধ্যেই করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এই রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, বাকিংহাম প্যালেস ছেড়ে স্বামী প্রিন্স ফিলিপসহ উইন্ডসর ক্যাসেলে বসবাস শুরু করতে যাচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তবে পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে খারাপ হলে নরফোকের সান্দিরিঘামের কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।

জানা যায়, রাণী দ্বিতীয় এলিজাবেথ শারীরিকভাবে সুস্থ আছেন। করোনায় আক্রান্ত হওয়ার মতো কোনো ধরনের লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়নি। তবুও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাকিংহাম প্যালেস ছেড়েছেন তিনি। প্রাসাদ ছেড়ে উইন্ডসর ক্যাসেলে রানী পৌঁছেছেন বলে নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে।

এদিকে, রানীর প্রাসাদ ত্যাগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে। করোনা আতঙ্কে গেল এক সপ্তাহ ধরে বাইরের মানুষের সাথে যেকোনো ধরনের সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন ৯৪ বছর বয়সী রানী এলিজাবেথ। এর একদিন আগে যুক্তরাজ্যের চেস্টারশায়ার, ক্যামডেন শহরে নির্ধারিত সফর বাতিল করেন রানী।

এদিকে যুক্তরাজ্যে নতুন করে আরো ৩৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪০ জন। অপরদিকে দেশটিতে করোনায় মারা গেছেন আরো ১০ জন। ফলে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে। সূত্র : নিউইয়র্ক পোস্ট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877