রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনা পরীক্ষা ও পূর্ণ বেতনে ছুটির বিল পাস

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনা পরীক্ষা ও পূর্ণ বেতনে ছুটির বিল পাস

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিকে পূর্ণ বেতনে ছুটি মঞ্জুর, বেকারত্ব বিমা জোরদার এবং খাদ্য সহায়তা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।  ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এই বিল পাস হয়েছে। আজ শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩৬৩-৪০ ভোটে পাস হয় বিলটি।

আগামি সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে বিলটি তোলা হবে বলে সংবাদ প্রকাশ করেছে ‘ইউএস নিউজ।

এই বিলটিতে বলা হয়েছে, যেসব নাগরিকদের স্বাস্থ্য বিমা করা নেই তাদেরকে বিনামূল্যে পরীক্ষা সেবা দেওয়ার জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হবে। বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে যারা করোনাভাইরাস আক্রান্ত তাদেরকে তিন মাস পর্যন্ত পূর্ণ বেতনে ছুটি দেওয়া হবে।

তবে পরিবারের কোনো সদস্যকে সেবা দিতে যদি কেউ ছুটি নেয় তবে তাদেরকে বেতনের দুই তৃতীয়াংশ প্রদান করা হবে। এছাড়াও সাময়িকভাবে যারা বেকার রয়েছেন তাদের জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হবে।

অন্যদিকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে খাদ্য সহায়তা দেওয়ার জন্য।  ব্যবসায়ীদের জন্য কর মওকুফসহ বিশেষ প্রণোদনার কথাও বলা হয়েছে বিলটিতে।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১২৭টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫ হাজার ৪৪৩ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩২২ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৮ হাজার ৩২৩ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭২ হাজার ৫৫৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877