স্বদেশ ডেস্ক:
বাগেরহাটে যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা কাকডাঙ্গা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি ও বিপরীত দিকে থেকে আসা বালি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজিব পরিবহনের বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে শিশুসহতিন জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরো অন্তত ২৫জনকে আহতদের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুইজনের মৃত্য হয় বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায় নি।
ফকিরহাট থানার ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্য দুজন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।