স্বদেশ ডেস্ক:
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার নাম ঠিকানা এখনো গোপন রাখা হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,দেশটিতে ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। এদের বেশির ভাগই ইরান,তুরস্ক,মিসরসহ বিভিন্ন দেশ থেকে সম্প্রতি প্রবেশ করা সৌদি নাগরিক। বাকিরা এদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৩৩ জন সৌদি নাগরিক। এ ছাড়া মিশরের ৪৮ জন, বাহরাইনের দুজন, আমেরিকার একজন , লেবাননের একজন এবং সর্বশেষ বাংলাদেশের একজনকে শনাক্ত করা হয়েছে।
আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৪৮ জন নারী। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানায়,আক্রান্তদের একজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা মক্কার একটি হাসাপাতালে কোয়ারেনটাইনে রয়েছেন। তবে একজনের অবস্থা গুরুতর।