স্বদেশ ডেস্ক:
করোনা ভাইরাসের আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্রুমো করোনভাইরাস রোধে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এখন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ১৩ থেকে বেড়ে হয়েছে ৮৯ জন।
গভর্নর ক্রুমো একটি সংবাদ সম্মেলনে বলেন,‘করোনা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া জরুরী, যা আমাদের এখনই প্রয়োজন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি রাজ্যে এখন করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। সূত্র : আলজাজিরা