স্বদেশ ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮জন নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্ট্রো চ-১৯-৫১৬১) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি ধুমড়ে মুছড়ে যায়।
উদ্ধার করা লাশ গুলো সারি করে রাখা হয়েছে। স্থানীয় সংবাদকর্মী বুলবূল আহমদ জানান, তিনি লাশ গুলো দেখেছেন। তবে কারও পরিচয় পাওয়া যায়নি। একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।