স্বদেশ রিপোর্ট ॥ যুক্তরাষ্ট্রে সফরে আসা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীকে আমেরিকা প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে সার্বজনীন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১ই মার্চ নিউইয়র্কের একটি পার্টি হলে সার্বজনীন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক শফি উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সদস্য সচিব মো: শিমুল হাসানের পরিচালনায় প্রধান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এডভোকেট আলমগীর চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যি আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী শেখ জামাল হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারন সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এন আমিন, মাসুদ হোসেন সিরাজী, সাইকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নুরল আমিন বাবু, নিউজার্সি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত দেব বাবলু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জুর চৌধুরী, চার্চ ম্যাকডোনাল আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, জালালাবাদ এসোসিয়েসনের সভাপতি ময়নুল হক হেলাল, সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন, সাবেক উপদেষ্টা মোব্বাশির চৌধুরী, জকিউদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল বাসিত খান, বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্র নেতা মুজাহিদ আনসারী, যুক্তরাষ্ট্র বৃন্দাবন কলেজ এলমনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি আলমগীর মিয়া, ইব্রাহীম খলিল বার ভূঁইয়া রিজু, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, সাবেক সাধারন সম্পাদক আবু সায়িদ চৌধুরী কুঠি, জায়েদুল মুহিদ খান, হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সাধারন সম্পাদক আকবর হোসেন স্বপন, হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ সোসাইটি সভাপতি দেওয়ান সৈয়দ মোতাচ্ছির মন্জু, সাধারন সম্পাদক শামসুল আলম শামিম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, সাবেক সভাপতি আজদু মিয়া তালুকদার, সাবেক সহ-সভাপতি সেলিম আজাদ, সাধারন সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক শুকান্ত দাস হরে, নবীগঞ্জ থানা কল্যান সমিতির সভাপতি সাব্বির হোসেন সহ-সভাপতি এম এম আলী লুগুজ, আজমান আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু কাওসার, মুকিদুল ইসলাম মুকিদ, জেড এ জয়, হেলাল মিয়া, ফয়সল আহমেদ, গিয়াস উদ্দিন, শিশির বনিক, বিষ্ণু পদ সরকার, শেখ মোস্তফা কালাম, শেখ নানু মিয়া রোকন হাকিম, ইমরান আলী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হবিগঞ্জবাসীর প্রবাসীদের দেয়া সার্বজনীন নাগরিক সংবর্ধনার এই আয়োজন কখনো ভুলবেন না। উনি প্রবাসীদের যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোন ধরনের অসুবিধা হলে উনাকে স্মরন করতে বলেন। উনার দরজা সব সময় খোলা থাকবে প্রবাসীদের জন্য। প্রবাসীদের সাথে কোন ধরনের অন্যায় করলে যথাযথ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়ে বলেন আপনারা নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করবেন। পরে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আয়োজক কমিটির আহ্বায়ক শফি উদ্দিন তালুকদার ও সদস্য সচিব মো: শিমুল হাসান সংবর্ধিত অতিথি এডভোকেট আলমগীর চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।