শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ নিউইয়র্কে

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ নিউইয়র্কে

স্বদেশ রিপোর্ট ॥ গত ১লা মার্চ ২০২০ রবিবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের ডাইভারসিটি প্লাজা চত্ত্বরে সম্পতি ভারতের দিল্লীতে সংখ্যালঘু মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে মানবাধিকার সংস্থা গ্লোবাল হিউম্যান রাইট্স ইউএসএর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ হেলাল মাহমুদ ও পরিচালনা করেন কায়কোবাদ খান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রফেসর ফজলুল কাদের, হাফেজ আবদুর রহীম মাহমুদ, শামসুল আলম মিয়া, মুহাম্মদ নাদের, আক্তার হোসেন, মাওলানা আনোয়ার কাদেরী, খান শওকত, নাজের উদ্দীন, সেন্টু মিয়া, লুৎফুর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় ভারতের দিল্লীর পরিস্থিতিতে বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকারের দাঙ্গাঁকালীন সময়ে নির্লিপ্ত থাকার নিন্দা জানান। প্রতিবাদ সভায় বক্তাগণ ভারত সরকারকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। বক্তাগণ উল্লেখ করেন যে ভারত একটি বহু ধর্ম ও বহু ভাষার সংমিশ্রিত রাষ্ট্র, যা এর সংবিধানেও উল্লেখ রয়েছে এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখা হয়েছে। তারপরও ভারত সরকার কেন নতুন নতুন আইন করে সমাজে সাম্প্রদায়িক বিভক্তির সৃষ্টি করছেন? বক্তাগণ বলেন দাঙ্গাঁয় যারা হত্যা অগ্নিসংযোগ ও লুন্ঠন করেছে, তাদের চিহিৃত করে শাস্তি বিধান করা হোক। সাথে সাথে ঘজঈ ও ঈঅঅ এর মত সকল বৈষম্যমূলক আইন বাতিল করা হোক। সার্বিক পরিস্থিতির উন্নতি ও ভারতের সমৃদ্ধি কামনা করে প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877