স্বদেশ ডেস্ক:
রংপুর মহানগরী ট্রাক স্টান্ড এলাকায় মহাসড়কে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম সাদিয়া বেগম। বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ট্রাকস্ট্যান্ড এলাকার ফাইয়াজ স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিকের সহকারি কমিশনার (এসি) ইমরান হোসেন জানান, বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ট্রাকস্ট্যান্ড এলাকার ফাইয়াজ স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে মহাসড়কের ওপর অটোরিক্সা থেকে নেমে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তার মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরো বলেন, ঘটনাস্থলের পশ্চিমে পাঠান পাড়ায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। নগরীর কামারপাড়ায় তিনি বসবাস করতেন। যাত্রীরা বিনোদপুর রেলগেট এলাকায় বাসটিকে আটকে দিলে ড্রাইভার ও হেলপার চাবি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।