স্বদেশ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস চীনের বাইরে প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ছয়জনে পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।
সিয়াটল অ্যান্ড কিং কাউন্টি পাবলিক হেলথ এজেন্সির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফ ডাচিন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চারজনই দেশটির ওয়াংশিটন ডিসির বাসিন্দা।
তিনি জানান, ওয়াশিংটন ডিসিতে মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজনই সিয়াটল এলাকার। মারা যাওয়া ছয়জনের চারজনও এই এলাকার বাসিন্দা।
ডা. জেফ ডাচিন বলেন, ‘আমরা মনে করছি আগামী দিন বা সপ্তাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
যুক্তরাষ্ট্রে মোট ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। গতকাল সোমবার তারা এ তথ্য জানিয়েছে। তারা জানায়, ওয়াশিংটন ছাড়াও ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওরেগন, ফ্লোরিডাসহ মোট দশটি প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পরই ওয়াশিংটনে জরুরি অবস্থার ঘোষণা করেন এর গভর্নর জে ইনসলি।
যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে কাজ চলছে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার কর্মকর্তারা ওষুধ কোম্পানিগুলোকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।