স্বদেশ ডেস্ক:
অনেকবার তারিখ পরিবর্তনের পর শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি ৬ মার্চ মুক্তির কথা রয়েছে। ১৩ মার্চ ও ২০ মার্চ অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তির তারিখ নিবন্ধন করা আছে। এই ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাসের মতে, ‘শাকিবের ছবি ৬ তারিখে মুক্তি পেলে আমরা ২০ তারিখ আসছি এটা নিশ্চিত।
অন্যদিকে শাকিবের সিনেমা ৬ তারিখে না এলে আমরা ১৩ তারিখে ছবিটি মুক্তি দেব।’ শামীম আহমেদ পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিটির আগে কয়েকবার মুক্তির দিন-তারিখ বদল হয়েছে। অনেকের মতে, এবারও বদলে যেতে পারে।
যদিও বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘এবার আর কথার কোনো নড়চড় হবে না। আমার প্রতিষ্ঠান প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও চলছে। প্রযোজক সমিতির মৌখিক অনুমতিও মিলেছে। পোস্টার লাগানোও হয়েছে। সে হিসাবে এটা বলতেই পারেন, আমরা আর সরছি না।’
‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এ ছবির মধ্য দিয়ে তারা দুজন প্রথমবারের মতো পর্দায় জুটি হলেন।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’। এই ছবিতে অপু অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।