সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

করোনায় চীন জুড়ে শোকের মাতম, ১৭৭০ জনের মৃত্যু

করোনায় চীন জুড়ে শোকের মাতম, ১৭৭০ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের আক্রমণ। বাড়ছে লাশের মিছিল। সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে, করোনভাইরাস প্রাদুর্ভাবের ফলে মৃতের সংখ্যা ১৭৭০ জনে পৌঁছেছে।

বলা হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাসের ছোবলে রোববার ১০৫ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১০০ জনই হুবেই প্রদেশের, যেখান থেকে করোনাভাইরাস সর্বপ্রথম ছড়ায়।

সোমবার পর্যন্ত নতুন করে ২ হাজার ৪৮ করোনাভাইরাসে আক্রান্ত হন যাদের মধ্যে হুবেই প্রদেশ থেকে প্রায় ১ হাজার ৯৩৩ জন। এখন পর্যন্ত ৭০ হাজার ৫৪৮ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

এদিকে রোববার হুবেই প্রদেশে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে নতুন করে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। হুবেই প্রদেশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে ও সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা জাহাজ ডায়মন্ড প্রিন্সেস থেকে বেশ কিছু মার্কিন নাগরিককে নিয়ে দুটি ভাড়া বিমান আজ সোমবার টোকিরও হানেডা বিমানবন্দর ছেড়েছে। ওই জাহাজটিতে ৩রা ফেব্রুয়ারি থেকে আটকা পড়েছিলেন প্রায় ৪০০ মার্কিন নাগরিক। তার মধ্যে কমপক্ষে ৪০ জন নাগরিক করোনা আক্রান্ত। তাদেরকে জাপানেই চিকিৎসা করানোর কথা রয়েছে। আলজাজিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877