স্বদেশ ডেস্ক:
ভোলার দৌলতখানে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার চারদিন পর চরসামাইয়া ইউনিয়নে এক সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-সদরের চর সামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার সেলিমের ছেলে রায়হান ও তার সহযোগী হেলাল।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক জানান, ভোলা সদর উপজেলায় স্থানীয় একটি মাদারাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ওষুধ কিনতে যান। এসময় পাশের বাড়ির রায়হান ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে ভোলার দৌলতখানে দুই সন্তানের জননীকে রাতে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সূত্র : ইউএনবি।