রবিবার, ২৬ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে এন আর বিসি ব্যাংকের চমক, কম্বল পেয়ে এতিমখানার শিশুরা সহ অসহায় মানুষগুলো বেজায় খুশি

স্বরূপকাঠিতে এন আর বিসি ব্যাংকের চমক, কম্বল পেয়ে এতিমখানার শিশুরা সহ অসহায় মানুষগুলো বেজায় খুশি

পিরোজপুর প্রতিবেদক: আত্ম মানবতার সেবায় সুনাম অর্জন  করেছেন এনআরবিসি ব্যাংক লিমিটেড। অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত আলোর শিখা জালিয়ে। রাজনীতির উর্দ্বে থেকে নিজস্ব চিন্তাভাবনা করে স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সহ ফুটপাতের নিঃস্ব মানুষের পাশে গিয়ে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নজিরবিহীন রেকর্ড গড়ে এরি মধ্যে বরিশাল বিভাগের জন্য একটা ইতিহাস সৃষ্টি করল। গত একমাস যাবত নিরলস ভাবে হত দরিদ্র মানুষের পাশে আছেন। পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের কম্বল দেওয়া হয়। ইন্দেরহাটের শাখা ব্যাবস্থাপক  গোপাল  চন্দ রায়ের নেতৃত্বে সফল ভাবে শীত বস্রের কার্যক্রম চলছে সুনিপুণ ভাবে। সমালোচনার মুখোমুখি না হয়ে আপন বলয়ে কয়েক শতাধিক এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের কম্বল বিতরণ করেন এনআরবিসি ব্যাংক । পাশাপাশি অসহায় বিধবা ও দুঃস্থ মহিলাদেরও কম্বল বিতরণ করেন।                                                                                     আর হ্যা বলছিলাম         পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দরে এনআরবিসি ব্যাংকের কথা।  শীতবস্ত্র বিতরণে এক নজির স্থাপন করেন সকল বেসরকারি ও সরকারি ব্যাংগুলোকে তাক লাগিয়ে দেয়। মজার বিষয় ব্যাংক কর্মকর্তারা প্রচার প্রচারণা না করে বরং সমাজের অসহায় লোকগুলোর পাশে গিয়ে হাজির হন। উপস্থিত লোকগুলিকে শীত বস্র বিতরণ করাই ছিলো আসল উদ্দেশ্য। আর প্রশংসাও পেয়েছে সুশীল সমাজের লোকজনদের কাছে। এমনকি বাদ যায়নি পত্রিকা বিক্রেতারাও। সফলভাবে এবারের  শীতবস্র কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হয়েছে। এ ব্যাপারে ইন্দেরহাট শাখা ব্যাবস্থাপক গোপাল চন্দ্র রায়   উপজেলা ও জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আমরা এবারের কার্যক্রমেে কিছুটা পরিবর্তন করে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরাসরি উপস্থিত লোকগুলিকে শীত বস্র বিতরণ করি। বালিহারী, সুটিয়াকাঠী, সোহাগদল, বরসাকাঠীর বিভিন্ন এতিমখানা সহ মাদ্রাসার গরীব এবং অসহায় শিক্ষার্থীদের কম্বল বিতরণ করি। কোন মাধ্যমে না গিয়ে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমাদের উদ্বতন কর্মকর্তাদের সুদুর প্রসারী চিন্তা চেতনাকে বাস্ত  মুখী করাই আমাদের মূখ্য ভূমিকা। আমরা সফল ভাবে কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামীতে আমাদের দেশ প্রেমের কার্যক্রম চলবে মানব কল্যানে। সর্বশেষ জেলা সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার দুঃস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত। এন আর বিসি ব্যাংকের মত আরও বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসা উচিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877