স্বদেশ ডেস্ক:
ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী সোনিয়াকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে হাসপাতালে তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী আছেন।
ভারতীয় আরেক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সোনিয়াকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেওয়া হয়নি।
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোনিয়া। অসুস্থতার কারণে শনিবার বাজেট অধিবেশনেও যোগ দেননি তিনি। এর আগে ২০১১ সালে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করতে হয় সোনিয়াকে। তবে কী কারণে অস্ত্রোপচার করা হয়, তা প্রকাশ করা হয়নি।