স্বদেশ ডেস্খ:
ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মন্তব্য করেছেন, ‘দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।’ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমে থাকে।’
এছাড়াও কেন্দ্রে ভোটার উপস্থিতি আরেক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন। এ জন্য কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানান। তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮ ভোট কেন্দ্রে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ ও মহিলা ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। (সূত্র : বিবিসি)