বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

নির্বাচনে লে‌ভেল প্লে‌য়িং‌ ফিল্ড নেই : তা‌বিথ

নির্বাচনে লে‌ভেল প্লে‌য়িং‌ ফিল্ড নেই : তা‌বিথ

স্বদেশ ডেস্ক:

নির্বাচন ক‌মিশ‌নের ভূ‌মিকা সন্তুোষজনক নয় বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উত্তর বাড্ডা ফু‌জি টাওয়ার থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে প্রচার শুরুর আগে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, আমা‌দের নির্বাচনী প্রচারে বাধার সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। কিউন্সিলরদের নির্বাচনী অফিস ভাংচুর করা হ‌য়ে‌ছে। ইসি এখনো কোনো ব্যবস্থা নেয়‌নি।

তি‌নি ব‌লেন, লেভেল প্লে‌য়িং ফিল্ড নেই। শত বাধার পরও বিএন‌পির নেতাকর্মীরা শান্ত আ‌ছে। তারা যতই উস্কানী দিক, আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে মা‌ঠে আ‌ছি। থাক‌বো।

এর প‌রে মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা ও ৩৭, ৩৮, ৩৯, ৪০ নং ওয়া‌র্ডে প্রচারণা চালা‌বেন তিনি।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় সু‌নি‌শ্চিত।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, বিএন‌পি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বা‌সিদ আঞ্জু, ২১ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী এ‌জি এম শামসুল হক, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877