শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

বগুড়ায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫০০ জনের নামে মামলা

বগুড়ায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫০০ জনের নামে মামলা

স্বদেশ ডেস্ক:

বগুড়ায় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাই চেষ্টার অভিযোগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭৫ জনের নাম উল্লেখ করে ৫০০ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।

বুধবার গভীর রাতে বগুড়া সদর থানা পুলিশের এসআই জিলালুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামির তালিকায় রয়েছেন, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুলসহ এই তিন সংগঠনের জেলা, শহর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

পুলিশ বাড়ি বাড়ি গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার শহরের শহীদ খোকন পার্কে র‌্যালি-পূর্ব ছত্রজমায়েতের সময় পুলিশের লাঠিচার্জের পর সংঘর্ষে পাঁচ পুলিশ আহত হয়।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, ৫০০ জনের নামে মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ। তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877