মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে : আমলা

সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে : আমলা

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের মানুষ, পরিবেশসহ সবকিছু ভালো লাগে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএল খেলতে এসে এমন মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে তিন পর্ব শেষে আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে চতুর্থ পর্ব। ঢাকা-চট্টগ্রাম-ঢাকার পর এবার খেলা শুরু হলো চায়ের দেশ সিলেটে। হাশিম আমলাকে সিলেট পর্ব থেকেই দেখা যাবে মাঠ মাতাতে। দলের সঙ্গে আজ অনুশীলনও করেছেন তিনি।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমলা বলেন, ‘সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে। অনেক বছর হলো আসছি, এখানকার মানুষ, পরিবেশ সবকিছু অনেক ভালো লাগে। ক্রিকেটের সংস্কৃতি অনেক ভালো,  দর্শকদের কথা বলতেই হয়।’

বিপিএলের এই আসরের প্রায় শেষ ঘনিয়ে আসছে। শেষ সময়ে এসেও মানিয়ে নিতে কষ্ট হবে না বলে জানান আমলা। তার ভাষ্যমতে, ‘প্রথম দিকে আসতে না পারলেও দ্রুত মানিয়ে নেবো এবং আমার দল খুলনা টাইগার্স’র হয়ে খেলতে মুখিয়ে আছি। আসলেই আমি খুব উপভোগ করছি। জীবনের সবগুলো মুহূর্ত আসলে উপভোগ করার মতো। জাতীয় দলের হয়ে এত দিন খেলতে পেরে আমি কৃতজ্ঞ, এখন অন্যরকম সময়ে আছি। বিপিএলে খেলতে এসেছি, ভালো করতে চাইব।’

আমলা এই টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম সেরা লিগ হিসেবে বলেছেন। তিনি বলেন, ‘বিপিএল তো বিশ্বের অন্যতম সেরা টি-টুয়েন্টি লিগ, এখানে ভালো করলে সে অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগে।’

এই আসরে দুরন্ত ফর্মে রয়েছে মুশফিকের নেতৃত্বে খেলা খুলনা টাইগার্স। সাত ম্যাচ খেলে দলটির পয়েন্ট ১০। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এক-দুইয়ে থেকে প্লে-অফে যেতে পারবেন মুশফিকরা। দলের সঙ্গে আমলার মতো কার্যকর ব্যাটসম্যান যুক্ত হওয়ায় দলটির শক্তি আরও বেড়ে যাবে নিঃসন্দেহে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877