বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর

স্বদেশ ডেস্ক:

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গতকাল বুধবার ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে শহরে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম শেষে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়।

পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষর সংগ্রহ করেন। সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্নধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তা হয়নি বলে জানা গেছে।

রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি প্রসঙ্গে শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দেশের গণতন্ত্রকে কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতার থেকে দেশকে ক্যাসিনোর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ক্ষমতায় টিকে থাকতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। তাই রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

এ সময় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের শরীরের শেষ রক্তের বিনিময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানান ছাত্রদলের এই নেতা।

এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, মো. জসিম মাহমুদ, যুগ্ম-সম্পাদক আহমেদ নিয়াজ, শাহ মুর্শেদ আলম, মো. মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হ্রদয়, মনিরুল ইসলাম মনি, একে বদরুদ্দোজা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আরিফ খান জয়, আমিনুল ইসলাম বাব্বি, আরিফিন আবিদাল রিয়াদ, নরুল আমিন নাছিম, সোহাগ আহমেদ, শাহ ইমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877