শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

সব ধরনের দর্শকের ভালোবাসা চান মিম

সব ধরনের দর্শকের ভালোবাসা চান মিম

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন সিনেমা আর বিজ্ঞাপনচিত্র নিয়েই তার ব্যস্ততা। নতুন বছরের শুরুতে জানালেন কাজের পরিকল্পনার কথা।

এখন সিনেমার সংজ্ঞা অনেকটাই পাল্টে গেছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের সিনেমার চেহারা অনেকটাই বদলে গেছে। বলিউডে এখন চারটি গান, পাঁচটি মারামারির দৃশ্য, কিছুটা প্রেম আর পারিবারিক আবেগের গল্প খুব একটা চলছে না। স্বাভাবিকভাকেই আমাদের দেশের সিনেমাতেও সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তবে এখনো অন্য ইন্ডাস্ট্রির মতো ঢালিউডের পরিবর্তন প্রবল নয়। তাই তো জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম চলতে চান ব্যালেন্স করে। তিনি তথাকথিত বাণিজ্যিক সিনেমা যেমন করতে চান, তেমনি গল্পনির্ভর সিনেমাও করতে চান। মিম বলেন, ‘এখনো আমাদের দেশের সব দর্শক গল্পনির্ভর চলচ্চিত্র দেখার জন্য প্রস্তুত নন। বলতে গেলে নাচ-গানের সিনেমার দর্শকই বেশি। তাই এখনো শাকিব খানের সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করছে। তবে শহরের কিছু দর্শক আছেন যারা সিনেপ্লেক্সে গিয়ে ভালো গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। আমি সব ধরনের দর্শকের ভালোবাসা পেতে চাই। তাই যেমন শাকিব খান, জিতের সঙ্গে নাচ-গানের সিনেমা করছি, তেমনি গল্পনির্ভর সাপলুডু সিনেমাও করছি।’ তিনি আরও বলেন, ‘বলিউডে এখন সবচেয়ে হিট নায়ক অক্ষয় কুমার। তার সিনেমাগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, তিনি একই বছরে যেমন কেশরী, মিশন মঙ্গলের মতো গল্পনির্ভর সিনেমা করেছেন তেমনি করেছেন হাউজফুল ৪, গুড নিউজের মতো মজাদার সিনেমাও। আমিও তেমনটি করতে চাই।’

তবে গল্পনির্ভর সিনেমাতেও গ্ল্যামারের ছোঁয়া রাখা প্রয়োজন বলে মনে করেন মিম। তার ভাষ্য, ‘বলিউডে গল্পনির্ভর সিনেমা হলেও দেখবেন তার প্রমোশনাল একটি গান থাকে যা একেবারেই নাচ আর গ্ল্যামারে ভরপুর। আমিও যে গল্পনির্ভর সিনেমাগুলো করব তাতে এ রকম একটি করে গান থাকা দরকার। এখন আমি পরাণ সিনেমার কাজ শেষ করেছি। এটি মূলত একটি গল্পনির্ভর সিনেমা। এতে হুট করে দু-চারটি গান ঢুকিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে সিনেমার প্রচারণার জন্য আমরা একটি মজার গান করছি। যাতে আমাকে পার্টি আমেজে দেখা যাবে। এ রকম একটি গান থাকলে দর্শক সিনেমাটির প্রতি বেশি আগ্রহী হন বলে আমি মনে করি।’

শুধু ‘পরাণ’ নয়, একই পরিচালক রায়হান রাফির ‘ইত্তেফাক’ সিনেমাটিতেও কাজ করছেন মিম। এটিও গল্পনির্ভর সিনেমা। তাই তার পরের সিনেমা যেন নাচে-গানে ভরপুর কোনো সিনেমা হয় সেটাই মনে মনে চাইছেন মিম। তিনি বলেন, ‘বেশ কিছু সিনেমার প্রস্তাব আছে। এখনো কোনোটিতে কাজের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। পাকা হলে সবাইকে জানাব।’

‘পরাণ’ আর ‘ইত্তেফাক’ সিনেমা দুটি সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, ‘পরাণ শিগগিরই মুক্তি পাবে। তবে ইত্তেফাক আসতে দেরি হবে। এ সিনেমায় আমাদের লুক কেমন বা কী ধরনের সিনেমা তা এখনো কিছুই জানাতে নিষেধ করেছেন পরিচালক। মার্চে ফার্স্ট লুক আসবে। পরাণ সিনেমায় আমি একটি সাদাসিদে মেয়ের চরিত্র করেছি, তবে তার মধ্যেও টুইস্ট আছে। হলে গিয়ে দর্শক সিনেমাটি দেখলে খুব উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

এবার আসা যাক মিমের বিজ্ঞাপন দুনিয়ায়। এই তারকা গত তিন বছর ধরে জনপ্রিয় ব্র্যান্ড লাক্সের শুভেচ্ছাদূত হিসেবে আছেন। নতুন বছরে লাক্সের সঙ্গে নতুন চুক্তি হবে তার। মিম বলেন, ‘এবার হয়ত দীর্ঘমেয়াদি চুক্তি হবে। আমি খুব সৌভাগ্যবান যে বাংলাদেশের একজন তারকা হয়ে লাক্সের মতো বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আর কেউ এই সুযোগ পেয়েছে বলে আমার জানা নেই।’

লাক্স ছাড়াও সম্প্রতি মিম ইমামী গ্রুপের সয়াবিন তেলের টিভিসি করেছেন। অচিরেই সেই বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে। এছাড়া তাকে নিয়মিত গ্রামীণফোনের টিভিসিতে দেখা যায়। সম্প্রতি গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে তার করা টিভিসিটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877