শনিবার, ১১ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

পাকিস্তানের ভয়ঙ্কর সন্ত্রাসী মেহসুদ আফগানিস্তানে নিহত

পাকিস্তানের ভয়ঙ্কর সন্ত্রাসী মেহসুদ আফগানিস্তানে নিহত

স্বদেশ ডেস্ক: পাকিস্তানের উগ্রবাদী সংগঠন তেহরিক-এ-তালিবান কমান্ডার কারি সাইফুল্লা মেহসুদ নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মেহসুদ পাকিস্তানবিরোধী ভয়ঙ্কর উগ্রবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আত্মঘাতী জ্যাকেট ও আত্মঘাতী হামলাকারী তৈরীর জন্য কুখ্যাত ছিলেন। তিনি পাকিস্তানে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন।
করাচি বন্দরে মর্মান্তিক বাস হামলার জন্যও তিনি দায়ী ছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালের ওই হামলায় ৫৯ জন নিহত হয়।

সংবাদসংস্থা সূত্রে খবর, সংগঠনের মুখপাত্র একটি অডিও মেসেজে জানিয়েছে, খোস্ত প্রভিন্সের গুলু ক্যাম্পে বাইরে কারি সাইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে। একটি আত্মঘাতী হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মুখপাত্র আরো দাবি করে বলেন, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছে, কারণ কিছুদিন আগে এলাকায় তেহরিক-এ-তালিবানের হাকিমুল্লাহ মেহসুদ গোষ্ঠীর তিন উগ্রবাদীকে খতম করা হয়েছিল।

২০০৭ সালে বাইতুল্লা মেহসুদ তেহরিক-এ-তালিবান উগ্রবাদী গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে যা চারটি দলে ভাগ হয়ে গিয়েছে। এই চারটি গোষ্ঠী হলো সোয়াট গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজাউর এজেন্সি গোষ্ঠী আর দররা আদমখেল গোষ্ঠী।
সূত্র : পাকিস্তান টুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877