শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

Bangladesh's Shakib Al Hasan waves to the fans as he walks off the pitch after winning the 2019 Cricket World Cup group stage match between West Indies and Bangladesh at The County Ground in Taunton, southwest England, on June 17, 2019. - Bangladesh won by 7 wickets, with 51 balls remaining. (Photo by Saeed KHAN / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

স্বদেশ ডেস্ক: উইজডেনের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার পর নন্দিত ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে আছেন সাকিব আল হাসান।
ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে ভোগলে তার দল ঘোষণার সময় সাকিবকে নিয়ে এভাবে মন্তব্য করেন, ‘এটা ছিল সাকিবের জন্য অবিশ্বাস্য এক বছর। সে পাঁচে ব্যাট করতে পারে এবং বেশির ভাগ দিনেই ১০ ওভার বল করবে। যে দলেই খেলুক না কেন ভারসাম্য রাখতে পারে খুব ভালো।’
এ বছর ১১টি ওয়ানডে খেলা সাকিবের ব্যাটিং গড় ৯৩.২৫ (৭৪৬ রান)। বল হাতে পেয়েছেন ১৩ উইকেট।
ভোগলের একাদশে সাকিবের সঙ্গে আছেন বেন স্টোকস ও জস বাটলার। বোলিংয়ে আছেন মিচেল স্টার্ক, জফরা আর্চার, যশপ্রীত বুমরা ও কুলদ্বীপ যাদব। স্টোকসকে নিয়ে চার পেসার এবং সাকিব-কুলদ্বীপকে নিয়ে দুই স্পিনারের বোলিং আক্রমণ সাজিয়েছেন ভোগলে।
ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), যশপ্রীত বুমরা (ভারত) ও কুলদ্বীপ যাদব (ভারত)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877