আদান ইসলাম: নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর স্পিরিচুয়াল লাইফ ভবনের গ্র্যান্ড হলে নিউইয়র্ক প্রবাসী মুসলিম সম্প্রদায়ের সম্মানে ঈদ পরবর্তী এক অনুষ্ঠানের আয়োজন করেন নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট এম স্ট্রিঙ্গার। নিউইয়র্ক প্রবাসী মুসলিমদের উপস্থিতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সকল জাতি-ধর্ম-বর্ণ এবং মুসমিলম কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আপামর জনসাধারনের উপস্থিতি সবার নজর কাড়ে। আয়োজনের মূল আকর্ষণ ছিলো বিভিন্ন দেশের সঙ্গীত পরিবেশনা এবং আমেরিকান স্টাইলের হালাল খাবার। সেইসাথে সচেতনতা বৃদ্ধি ও গান পিপাসুদের মনোরঞ্জনের জন্য র্যাপ সঙ্গীতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প-এর বর্তমান এডমিনিস্ট্রেশনের নানান ভুল-ভ্রান্তি তুলে ধরা হয়। এসব গান শুনে উপস্থিত দর্শক-শ্রোতাদের করতালিতে মুখর হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড হল। উপস্থিত সকল পরিবারের সাথে ফটোসেশন করেন অনুষ্ঠানের আয়োজক মিস্টার স্ট্রিঙ্গার। মুসলিম ধর্মাবলম্বীদের সম্মানে ঈদ পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান সমাজের বৈচিত্রতাকে সম্মান জানালেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট এম স্ট্রিঙ্গার। অনুষ্ঠানটির মূল দায়িত্বে ছিলেন সিটি কম্পট্রোলার স্কট এম স্ট্রিঙ্গার-এর প্রোগ্রাম ডিরেক্টর আলিয়া লতীফ।