স্বদেশ ডেস্ক:
বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যে ১৭ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে বাাকি রয়েছে আরো ২৪টি ম্যাচ।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মোট তিনটি ভেন্যুতে নিয়ে এবারের বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষ করে চট্টগ্রাম পর্বও শেষ হতে চলেছে। চট্টগ্রামে আজকের দুটি ম্যাচের পর আবারো ঢাকা পর্ব শুরু হবে। এর পর সিলেটে ছয়টি ম্যাচ শেষে আবারো ঢাকায় তৃতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।
পয়েন্ট টেবিলে দলের বর্তমান অবস্থান:
বঙ্গবন্ধু বিপিএলে সাতটি দলের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে। তবে তারা ম্যাচও খেলেছে অন্যদের চেয়ে বেশি। সাত ম্যাচে পাঁচটিতে জয় ও দুটিতে হার তাদের।
অপরদিকে, রাজশাহী রয়্যালস টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা, আর হেরেছে মাত্র একটিতে।
এদিকে, সমন সংখ্যক পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন। খুলনা পাঁচ ম্যাচে টানা তিন জয়ের পর টানা দুটিতে হেরেছে। ঢাকাও পাঁচ ম্যাচে তিনটিতে জয় ও দুটিতে হেরেছে।
টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিনটে হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ষষ্ঠস্থানে সিলেট থাণ্ডার এবং সপ্তম ও সর্বশেষ স্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুটি দলই টানা চারটি হারের পরে নিজেদের সর্বশেষে ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। ইউএনবি।