রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

যে একাদশ নিয়ে মাঠে নামবে মোসাদ্দেক ও মুশফিকের দল

যে একাদশ নিয়ে মাঠে নামবে মোসাদ্দেক ও মুশফিকের দল

স্বদেশ ডেস্ক:

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে আজ শনিবার মাঠে নামছে খুলনা টাইগার্স ও সিলেট থান্ডার্স। আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

এদিকে ৩ ম্যাচের তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে মুশফিকের দল খুলনা। অপরদিকে ৪ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে মোসাদ্দেকের দল সিলেট। এ কারণে আজকের ম্যাচটি জিততেই হবে তাদের।

খুলনা টাইগার্স সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক।

সিলেট থান্ডার্সের সম্ভাব্য একাদশ:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী,  নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি, নাবিন উল হক ও জীবন মেন্ডিস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877