রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

হোসেনপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

হোসেনপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

স্বদেশ ডেস্ক:

কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনের চলমান শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিন নিম্ন আয়ের লোকজন শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছেন। হতদরিদ্র লোকজন প্রচণ্ড ঠান্ডায় কাজের সন্ধানে যেতে পারছে না।

সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তাই স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেকেই শীত নিবারনে বাড়ির আঙ্গিনায় খরকুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। ছিন্নমূল বাসিন্দা ও ভিক্ষুকেরা শীতে কাবু হয়ে পড়েছেন সবচেয়ে বেশি। তাই সরকারিভাবে ব্যাপকহারে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877