বড় পর্দায় অভিনয় শিল্পীদের প্রায়ই ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর বিজ্ঞাপনে অভিনয় করলেন চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা। সম্প্রতি রিচ ক্যামিকেলের গিন্নি সরিষার তেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন আকাশ আমিন।
দৈনিক আমাদের সময় অনলাইনকে নির্মাতা বলেন, ‘আনোয়ারা ম্যাডামকে নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, এটা আমার কাছে অতি আনন্দের।’
আজিশা রহমান ইতি’র চিত্রনাট্যে বিজ্ঞাপনটিতে আরও অভিনয় করেছেন কাজী সবুজ, পুষ্পিতা পপি, আরিশা ও মুসকান।
নির্মাতা জানান, সম্প্রতি বিজ্ঞাপনটির চিত্রায়ণ শেষ হয়েছে। সেটি এখন সম্পাদনার টেবিলে আছে। শিগগিরই এটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
এদিকে, শারীরিক অসুস্থতা ও গল্প-চরিত্র পছন্দ না হওয়ায় কারণে, অভিনয় থেকে অনেকটা দূরে আছেন অভিনেত্রী আনোয়ারা। সর্বশেষ তাকে দেখা গেছে, নির্মাতা বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগত’ ছবিতে।
উল্লেখ্য, ১৯৬১ সালে অভিনেতা আজিমের সুবাদে চলচ্চিত্রে পা রাখেন আনোয়ারা। আর প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বালা’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন হায়দার শফি।