স্বদেশ ডেস্ক:
জলবায়ু পরিবর্তনে আক্রান্ত বাংলাদেশসহ অন্যান্য দেশ অনুমোদন প্রক্রিয়ায় জটিলতার কারণে পর্যান্ত তহবিল পাচ্ছে না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমদু।
স্পেনের মাদ্রিদে জলবায়ুবিষয়ক সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ২৫)-এ এক উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী তহবিল প্রক্রিয়ায় থাকা জটিলতা দূর করার দাবি জানান।
‘উন্নত দেশগুলো তাদের প্রতিরক্ষা খাতে কোটি কোটি ডলার ব্যয় করছে কিন্তু নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিন ক্লাইমেট ফান্ডে অর্থ দিতে ব্যর্থ হচ্ছে,’ বলেন হাছান মাহমুদ।
বাংলাদেশ গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৯ কোটি ডলার পেয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রথম দেশ যারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। ইউএনবি।