স্বদেশ ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল এ রায় দেন।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন ও লুটতরাজের মতো আনা দুটি অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। স্থানীয়ভাবে ‘টিপু রাজাকার’ হিসেবে পরিচিত আব্দুস সাত্তার। বিচারকালে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ সাক্ষী সাক্ষ্য দেন।
গত ১৭ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, টিপু সুলতান নাটোরের লালপুর গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ২০১১ সালে অবসরে যান। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এরপর শিবিরের রাজনীতি করতেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টিপুকে ১৯৭৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হলেও পরে ছাড়া পেয়ে যান।
২০১৭ সালের ১ জানুয়ারি বিস্ফোরক আইনের একটি মামলায় মতিহার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০১৭ সালের ২ মে টিপু সুলতানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ২০১৮ সালের ২৭ মার্চ তার বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ সংবলিত প্রতিবেদন দাখিল করা হয়। গত বছরের ২৯ মে টিপুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।