সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নওশাবার মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত

নওশাবার মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত

স্বদেশ ডেস্ক:

নিরাপদ সড়ক চাই আন্দোলনে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২০ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

চলতি বছরের ১৯ জানুয়ারি কাজী নওশাবা আহমেদ বিচারিক আদালতে এ মামলায় স্থায়ী জামিন পেয়েছিলেন।

২০১৮ সালের ৪ আগস্ট ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ চলাকালে কাজী নওশাবা ফেসবুক থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করুন।

তার এ ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হলে সেদিনই রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার এ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877