মুসলিম দেশগুলোর খুনোখুনিতে অস্ত্র বিক্রেতারাই লাভবান হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে আজ রোববার বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এই যে আমরা আত্মঘাতি সংঘাত করেই যাচ্ছি, একে অপরকে আমরা খুন করছি, আর রণক্ষেত্র হচ্ছে সমগ্র মুসলিম কান্ট্রি। প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যেই খুনোখুনি হচ্ছে, তো লাভবান কে হচ্ছে? অস্ত্র যারা তৈরি করছে তারা, অস্ত্র যারা সরবরাহ করছে তারা, অস্ত্র যারা দিচ্ছে তারা। যারা অস্ত্র তৈরি করছে, বিক্রি করছে, শুধু তারাই লাভবান হচ্ছে। আর রণক্ষেত্র হচ্ছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, রক্ত যাচ্ছে মুসলমানের। এটা ওআইসিকে বন্ধ করতে হবে। এই দাবিটা সবসময় রাখি, রেখেছি, রেখে যাব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, এতে অনেক সমস্যা হতে পারে। তারপরও যেটা বাস্তব, যেটা সত্য-সেটাই। কারণ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ছাড়া তো আমরা কারও কাছে মাথা নত করি না, করবও না। আমার বাবা করেনি, আমিও করব না। এটা আমরা শিখিনি। কাজেই যা সত্য সেটা বলে যাব।’
জঙ্গিবাদ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় ধারণা করা হতো, আমাদের দেশে শুধু কওমি মাদ্রাসার ছেলেরাই সন্ত্রাসবাদ করে। কিন্তু এখন আমরা কী দেখি? ইংরেজি মিডিয়ামে পড়া, উচ্চবিত্ত জীবনে চাওয়া-পাওয়ার কিছু বাকি নাই, বাবা-মা সব দিয়ে দিয়েছে, হঠাৎ তাদের মনে হলো, বেহেশতে যেতে হবে। আরে বেহেশতে যদি যেতে হয় আল্লাহ ও রাসূলের (সা.) নাম নাও, নামাজ পড়ো, মানুষকে সাহায্য করো, তোমার ধন-সম্পদ দরিদ্রকে বণ্টন কর, আল্লাহ তোমাকে এমনি বেহেশতে টেনে নেবেন। নাহ.. সে এত পড়াশোনা করে, এত কিছু করে মানুষ খুন করে বেহেশতে যেতে চাচ্ছে! কোথায় লেখা আছে যে, মানুষ খুন করলে বেহেশতে যেতে পারবে?’