শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

চিত্র নায়িকা ফারিয়া হিন্দি বিজ্ঞাপনে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০১৯

বিনোদন ডেস্ক: চিত্র নায়িকা নুসরাত ফারিয়া হিন্দি ভাষার একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাংলাদেশি কোনো নায়িকার হিন্দি বিজ্ঞাপনে মডেল হওয়ার ঘটনা প্রথম ঘটল। ফারিয়া মডেল হয়েছেন মুম্বাইস্থ এভারলাভ টারমারিক নামের একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনটি হিন্দি ভাষায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন প্রভাকর শুক্লা। ফারিয়া জানান, বিজ্ঞাপনটির শূটিং হয়েছে গত মার্চের মাঝামাঝি। তখন তিনি কলকাতায় তার একটি সিনেমার শূটিং করছিলেন। সিনেমার শূটিংয়ের ফাঁকেই বিজ্ঞাপনের কাজটি করেন। হিন্দি বিজ্ঞাপনে কাজ করে তার নতুন অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি। এ দিকে, বর্তমানে ফারিয়া নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ঢাকা ২০৪০ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত বিবাহ অভিযান সিনেমাটি। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি ১৯ জুলাই বাংলাদেশে মুক্তি পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ