বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

‘বাবরি মসজিদ ফেরত চাই’

‘বাবরি মসজিদ ফেরত চাই’

স্বদেশ ডেস্ক:

অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের অনুমতি দিয়ে ভারতের আদালতের রায়ের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি শুক্রবার বলেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

ভারতের প্রভাবশালী আউটলুক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এই রাজনীতিবিদ বলেন, ভারতীয় সংবিধান বিরুদ্ধে কোন পদক্ষেপ ও লোকরঞ্জকবাদের বিরুদ্ধে আমি সব সময় থাকবো। তিনি বলেন, ‘আমার কাছে সংবিধান সবার উপরে এবং এটি আমাকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিমত পোষন করার স্বাধীনতা দিয়েছে। সংবিধানের বিরুদ্ধে যায় এমন যে কোন কিছুর বিরুদ্ধে থাকবো আমি।

ওয়াইসি বলেন, আমাদের লড়াই একখণ্ড জমির জন্য ছিলো না। আমার আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে মসজিদ নির্মাণের আগে কোন মন্দির ভাঙা হয়নি। তাই আমি আমার মসজিদ ফেরত চাই।

হায়দরাবাদ থেকে নির্বাচিত এই এমপি শুক্রবার ‘আমার মসজিদ ফেরত’ চাই লিখে একটি টুইটও করেছেন।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেছিলেন, বাবরি মসজিদ যদি অবৈধ হয় তাহলে লালকৃষ্ণ আদভানিসহ অন্যদের কেন এটি ধ্বংসের জন্য দায়ী করার চেষ্টা হল। আর মসজিদ যদি বৈধ হয়, তাহলে এখন কেন আবার সেই জমি আদভানিদের দেয়া হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877