স্বদেশ ডেস্ক:
ভারতীয় সুপ্রিম কোর্টে বাবরি মসজিদবিষয়ক রায় নিয়ে দিল্লি জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেছেন, ভারতের মুসলমানরা শান্তি চায়।তাই আমরা রায় মেনে নিয়েছি। বিষয়টি নিয়ে হিন্দু-মুসলিম বিরোধ দীর্ঘদিনের, এর অবসান হওয়া উচিত। রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের সম্ভাবনার বিষয়ে দিল্লি জামা মসজিদের ইমাম বলেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না।
শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন। আর অযোধ্যার অন্য কোনো স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি দেওয়া হবে মুসলিমদের।
ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদটি ১৯৯২ সালে ভেঙে গুড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। রামচন্দ্রের জন্মভূমিতে এই মসজিদ তৈরি করা হয়েছে বলেই তাদের বিশ্বাস।
সূত্র : পূবের কলম