বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় রবিবার মাঝরাতে তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে দ্য হিন্দু। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
হাসপাতালের একটি সূত্র জানায়, ‘‘গতকাল রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।’’
শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা