শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মহাকাশে গেল ১২ বোতল মদ

স্বদেশ ডেস্ক:

ফরাসি মদ ভর্তি ১২টি বোতল মহাকাশে পাঠানো হয়েছে।মহাকাশের বিকিরণ ও ভারশূন্য অবস্থা মদের ‘এজিং’ পদ্ধতির ওপর কী প্রভাব ফেলে-তা জানার জন্যই পাঠানো হয়েছে বোতলগুলো।গত সোমবার সেই বোতলগুলো পৌঁছেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

গুণগত মান বৃদ্ধির জন্য তৈরির পর দীর্ঘদিন মদ সংরক্ষণ করে রাখা হয়। একে বলে ওয়াইন বা মদের এজিং।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে এজিংয়ের সঙ্গে মহাকাশে এজিংয়ের কী তারতম্য, মূলত তা জানার জন্যই এই উদ্যোগ গবেষকদের। এক বছর পর মহাকাশে পাঠানো মদের সেই বোতলগুলো ফিরিয়ে আনা হবে।

ফরাসি মদের ওই বোতলগুলো ধাতুর কন্টেইনারে ভরে পাঠানো হয়েছে আমেরিকার ভার্জিনিয়া থেকে। গত সোমবার সেই বোতলগুলো পৌঁছেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

লুক্সেমবার্গের একটি স্টার্ট আপ সংস্থা স্পেস কারগো আনলিমিটেড। তাদের উদ্যোগেই চলছে এই গবেষণা। এই সংস্থার সঙ্গে এ বিষয়ে যৌথভাবে কাজ করছে ফ্রান্স, জার্মানি ও বাভারিয়ার একটি করে বিশ্ববিদ্যালয়ও।

advertisement

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877