স্পোর্টস ডেস্ক:
সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হতে আজ রাজকোটে নামছে বাংলাদেশ ও ভারত। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই। প্রথম ম্যাচে জয়লাভ করে ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে জিতে ইতিহাস সৃষ্টি করতে চান তারা। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ নিতে চায় মাহমুদুল্লাহর দল। এর জন্য পরিকল্পনাও সাজিয়ে রেখেন অধিনায়ক।
দ্বিতীয় টি-২০’র আগে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন সেই কথা, ‘টি-২০তে আমার মনে হয়, আপনি যদি উইকেট বুঝতে পারেন, সে অনুযায়ী বোলিংয়ের লেংথ ঠিক করতে পারেন এবং ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে আপনার জেতার ভালো সুযোগ থাকবে। টি-২০ ক্রিকেটই এমন, এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পরিকল্পনা নিয়ে আপনি এগোলেন এরপর হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। এমন মোমেন্টে মানিয়ে নেয়ার সামর্থ্য থাকা বেশি প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘দিল্লিতে হারের পর প্রতিপক্ষ কতটা তেতে আছে তা সহজেই অনুমেয়। ‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরো বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে। ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি তাহলে অনেক বড় একটা অর্জন হবে।’
অপরদিকে জয়ের জন্য মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘পিচ ভালই মনে হচ্ছে। রাজকোটে সব সময় ব্যাটিং সহায়ক উইকেট থাকে। সেখানে বোলাররাও সুবিধা পেয়ে থাকে। এটি ভাল একটি পিচ হবে। আমি মোটামুটি নিশ্চিত যে এটি দিল্লির চেয়ে ভাল উইকেট হবে।’
এছাড়া প্রথম ম্যাচের হারের ব্যাপারে সাফাই গেয়ে বলেন, ‘দিল্লির কন্ডিশন আদর্শ উইকেট ছিল না। সেখানে সুযোগ কম ছিল। পিচ কিছুটা নরম ছিল। আমরা সবাই শট খেলতে পছন্দ করি; কিন্তু সেখানে শট খেলাটা সহজ ছিল না। আমরা পর্যালোচনা করে ঠিক করেছিলাম প্রথম ৬ ওভারে কত রান নিতে হবে এবং পরবর্তী ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত কত রান সংগ্রহ করতে হবে। শেষ ৫ ওভারেই বা কত রান তুলতে হবে। সেই অনুযায়ী আমরা এগিয়েছি।’