সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আহসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান।

তবে ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব। ওইদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ওই সময় জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

পরে শুক্রবার (১৪ মার্চ) সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। সেখানে লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।

সফরের তৃতীয় দিনে শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। পরে রাজধানীর গুলশানে ইউএন হাউজের উদ্বোধন করেন তিনি। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব।পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

শনিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন আন্তোনিও গুতেরেস। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে।বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877