সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে লা লিগায় বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে পুরোটা সময় আক্রমণে দাপট দেখিয়েও খালি হাতেই ফিরতে হলো ভিয়ারেয়ালকে। হুয়ান ফয়থের গোলে এগিয়ে যাওয়া ভিয়ারেয়াল বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও, আক্রমণে তারাই আধিপত্য করে। কিন্তু অনেক সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

খেলার শুরুতে পেরেসের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া। তবে ওই কর্নার থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রেয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।

কিন্তু ভিয়ারেয়ালের টানা আক্রমণের ঝাঁপটা সামলে সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। প্রথম দফায় এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পে।

ম্যাচের ২৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

লিগে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে।

২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে আথলেতিক বিলবাও ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ভিয়ারেয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

এদিকে রবিবার আতলেতিকোর মাঠে হবে টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই। হাইভোল্টেজ ম্যাচটি জিতলেই শীর্ষে ফিরবে হান্সি ফ্লিকের দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877