সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২৪

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এরপরেই মার্কিন বাহিনী দেশটিতে হুথিদের স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে হুথি সন্ত্রাসীরা মার্কিন যুদ্ধবিমান এবং আমাদের সেনা এবং মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ বিলিয়ন ডলার নষ্ট করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

ট্রাম্পের এমন মন্তব্যের পরেই ইয়েমেনে হামলার খবর এলো। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন।

তবে বিবিসি ও রয়টার্সের খবরে ২৪ জন নিহতের খবর এসেছে।

এদিকে ইরানকে সতর্ক করে ট্রাম্প আরও লিখেছেন, তাদের অবিলম্বে সমর্থন বন্ধ করতে হবে। ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা পুরোপুরি এর জবাব দেবে এবং এতে আমরা ভালো হবো না।

হুথির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে সানা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সানা এবং উত্তর-পশ্চিমাঞ্চল হুথিদের দখলে রয়েছে। আর সেখানেই হামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877