বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

আইপিএলের নতুন নিয়মে আসছে ‘পাওয়ার প্লেয়ার’

আইপিএলের নতুন নিয়মে আসছে ‘পাওয়ার প্লেয়ার’

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে দেখা যেতে পারে ‘পাওয়ার প্লেয়ার’ নামে নতুন এক নিয়ম।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, নিয়মটি চালুর ব্যাপারে এর মধ্যেই সম্মতি মিলেছে। তবে মুম্বাইয়ে আজ আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। সংবাদ সংস্থা আইএএনএসকে সেই কর্মকর্তা বলেন, ‘আমরা এমন কিছু ভাবছি যেখানে কোনো দল একাদশ ঘোষণা করবে না। ১৫ জনের দলই ঘোষণা করা হবে। উইকেট পড়লে কিংবা ম্যাচের যেকোনো সময়ে ওভার শেষে বদলি খেলোয়াড় নামানো হবে।’

পাওয়ার প্লেয়ার কীভাবে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিসিআই কর্মকর্তা, ‘ধরুন, শেষ ৬ বলে ২০ রান লাগবে। ডাগ আউটে বসে আছে আন্দ্রে রাসেল। সে শতভাগ ফিট না এবং মূল একাদশেও নেই। কিন্তু সেই মুহূর্তে মাঠে নেমে সে ম্যাচ জেতাতে পারে। একইভাবে মনে করুন, শেষ ওভারে ৬ রান ঠেকাতে হবে।যশপ্রীত বুমরা ডাগ আউটে।অধিনায়ক তখন কি করবেন? ১৯তম ওভার শেষে বুমরাকে নিয়ে আসবেন।’

এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।’’

সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে তা নিয়ে কথা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877