স্বদেশ ডেস্ক: প্রস্তাবটা দিয়েছিল ভারত। সেই প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট কলকাতায় হবে। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই টেস্ট ম্যাচ হবে গোলাপি বলে, ফ্লাডলাইটের আলোয়। এটাই হবে বাংলাদেশ এবং ভারতের খেলা দিন-রাতের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলে এবং ফ্লাডলাইটের আলোর এই টেস্ট ম্যাচ নিয়ে ভীষণ রোমাঞ্চিত। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট ম্যাচকে তিনি বড় একটা চ্যালেঞ্জ বলছেন।
বাংলাদেশ কোচ এই বিষয়ে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান-‘গোলাপি বলে টেস্ট ম্যাচের জন্য আমরা তেমন প্রস্তুতি নিতে পারিনি। সন্দেহ নেই ইডেনের টেস্ট ম্যাচ আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা এই চ্যালেঞ্জটা নিতে তৈরি। ভারতও দিন রাতের টেস্ট ম্যাচ আগে খেলেনি। এই ব্যাপারে তাদের প্রস্তুতিও আমাদের মতোই। দুই দলের জন্য ব্যাপারটা হবে একেবারে নতুন। প্রায় একই অবস্থানে থেকে আমরা এই ম্যাচে খেলতে নামবো। এমনও হতে পারে এই টেস্টে আমরা হয়তো বা বাড়তি সুবিধা পেয়েও যেতে পারি। কে জানে, হয়তো এই বদলটা আমাদের জন্য ভাল কিছু বয়েও আনতে পারে।’
গোলাপি বলে টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ বলছিলেন-‘আমি খেলোয়াড়দের সঙ্গেও গোলাপি বলে টেস্ট ম্যাচ নিয়ে কথা বলেছি। তারা এর অংশ হওয়ার জন্য বেশ রোমাঞ্চিত। তবে সেই রোমাঞ্চের মধ্যে কিছুটা দুঃশ্চিন্তাও অবশ্য আছে। অনেকে ভাবছে-প্রথম টেস্ট শেষে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে নামার জন্য মাত্র দুদিন সময় পাবো আমরা। এত কম সময়ের মধ্যে কিভাবে মানিয়ে নেবে-সেই চিন্তায়ও আছে ক’জনা।’
গোলাপি বলে টেস্ট ম্যাচ বাংলাদেশ বা ভারতের কারোর কোন অভিজ্ঞতা না থাকলেও রাসেল ডমিঙ্গোর কিন্তু ঠিকই এই অভিজ্ঞতায় এগিয়ে থাকছেন। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে তিনি অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের আলোয় টেস্ট ম্যাচ খেলেছেন। নিজের সেই অভিজ্ঞতা এবার বাংলাদেশের জন্য কাজে লাগাতে চান রাসেল ডমিঙ্গো।